
মো: গোলাম কিবরিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডে বাসিন্দা সাংবাদিক মিজানুর রহমান ও তার পরিবারের উপর হামলার হুমকি ও অশ্লীল ভাষায় গালাগালির ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী আফরোজা খাতুন (৪৫) ও তার স্বামী মো: বেলাল হোসেন দীর্ঘদিন ধরে মিজানের বাড়ির গেটের সামনে ময়লা ফেলছেন।
দুর্গন্ধের কারণে বারবার নিষেধ করার পর আফরোজা খাতুন লাঠি দিয়ে মিজানের পরিবারকে মারধরের চেষ্টা করেছেন এবং অশ্লীল ভাষায় গালাগালি করেছেন। এর আগেও, মিজানের জানালার সামনে পাঁঠা দিয়ে ব্যবসা করার প্রতিবাদ করার পর আফরোজা খাতুনের দুই ছেলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২১ অক্টোবর সকাল ১১টার সময় সাংবাদিক মিজান সমস্যার বিষয়ে বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি উল্টো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন,
“দীর্ঘদিন ধরে এই মহিলা পুরো গ্রামবাসীকে জিম্মি করে রেখেছেন। অশ্লীল ভাষায় কথা বলে এবং প্রতিবাদ করলে মামলা দিয়ে ভয় দেখান। আমার একটাই দাবি—এই মহিলার বিরুদ্ধে সুস্থ বিচার হোক।”
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, সাংবাদিক মিজান থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তিনি বলেন,
“আমরা অভিযোগ তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
নিজস্ব সংবাদ : 




















