ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধানের শীষের জয় হোক’ ধ্বনিতে মুখরিত ধর্মপাশা— অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল। Logo ভাটারা থানার দক্ষতায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, লাশ ও আলামত উদ্ধার Logo নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মী গ্রেফতার Logo রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার Logo সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: অবৈধ ইটভাটা বন্ধ ১২ লাখ টাকা জরিমানা। Logo চট্টগ্রামে ৩০ বছরের লালদিয়া কনটেইনার টার্মিনাল পিপিপি চুক্তি Logo চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন Logo শতবর্ষী প্যাডেল স্টিমার চালু: ‘ঐতিহ্য হারাতে দেওয়া যাবে না’ Logo সূত্রাপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: ডিবি গ্রেফতার ৫, উদ্ধার দুই পিস্তল Logo তাহিরপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, উপস্থিত বিএনপি প্রার্থী আনিসুল হক
ইসলামী সংস্কৃতি ও নৈতিক চেতনা জাগানোর লক্ষ্যে উপজেলা মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগিতা

কেন্দুয়ায় তারুণ্যের উৎসবে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে
শাকিব আহমেদ, কেন্দুয়া নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ইসলামী সংস্কৃতির বিকাশে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, উপজেলা জামায়াতের আমির সাদেকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জালাল মঞ্চে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি জাতির নৈতিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।
জনপ্রিয় সংবাদ

ধানের শীষের জয় হোক’ ধ্বনিতে মুখরিত ধর্মপাশা— অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল।

ইসলামী সংস্কৃতি ও নৈতিক চেতনা জাগানোর লক্ষ্যে উপজেলা মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগিতা

কেন্দুয়ায় তারুণ্যের উৎসবে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আপডেট সময় ০১:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শাকিব আহমেদ, কেন্দুয়া নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ইসলামী সংস্কৃতির বিকাশে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, উপজেলা জামায়াতের আমির সাদেকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জালাল মঞ্চে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি জাতির নৈতিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।