
আলী আহসান রবি : অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অভিযোগ করে বলেন, নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা।
শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় দাবি করে ডা. তাহের বলেন, বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট কোনভাবেই একসাথে নয়। তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা।
জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিলো প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী রোববার ৮ দলের বৈঠকের পর ৫ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেয়া হবে জানান জামায়াতের নায়েবে আমীর
নিজস্ব সংবাদ : 



















