
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাজিমুদ্দিন রানা আজ (সোমবার) বিকেলে সরকারি তথ্য জানতে গিয়ে ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) মিসেস নাজমুন লায়েলার নির্দেশে পুলিশ দ্বারা আটক হন। বর্তমানে তিনি লোহাগাড়া থানায় রয়েছেন।
জানা গেছে, সাংবাদিক রানা ভূমি অফিসে গিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে তথ্য চাইলে সহকারী কমিশনার ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ডেকে তাকে আটক করান। বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন—
> “তথ্য চাইলে যদি সাংবাদিকদের গ্রেফতার হতে হয়, তাহলে সংবাদ প্রকাশ করলে কি তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে? এটা সংবিধানে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার সম্পূর্ণ বিপরীত।”
তিনি অবিলম্বে সাংবাদিক রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এদিকে এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েলার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
সাংবাদিক রানা কেন আটক হলেন, কী এমন তথ্য ছিল যা জানতে চাওয়াই অপরাধ—এ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশজুড়ে সাংবাদিক সমাজ।