স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামী হুমায়ুন কবির ওরফে রনি (২৬) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি একজন পেশাদার দুর্ধর্ষ ছিনতাইকারী ও মাদক কারবারি। সে তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসা করতো। তার বিরু্দ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin