প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৯:১৩ এ.এম
১২০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১২০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ বাবু মিয়া (৩৬) ও ২। মোঃ রাকিবুল হাসান (২৮)।
সোমবার (৪ আগস্ট ২০২৫) দুপুর ০২:৪৫ ঘটিকার সময় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি ও জব্দ করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।
ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, কতিপয় মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিওয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ লি. এর পূর্ব পাশে হামজা বডিবিল্ডার এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা ০২:৪৫ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সেখানে অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin