মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৫ আগস্ট মঙ্গলবার জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের ৩৬তম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সদরস্থ শহীদ আবু সাঈদ চত্বর থেকে সকাল ১১টায় শুরু হওয়া র্যালিটি বাজারের মুখ্য সড়কসমূহ প্রদক্ষিণ করে থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। দুই দলীয় ঐক্যবদ্ধ আয়োজনের ফলে র্যালিতে নেতা-কর্মীদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আবু তাহের এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত নেতা আবু তাহের জালালী, মোসাহিদ মিয়া, শাহিন মড়ল, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি শাহ জামাল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও জামায়াত নেতা মো. মোসাব্বির আহমেদ, জামায়াত নেতা সাজল আহমেদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ যোবায়ের শামীম, ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সভাপতি মাহী উদ্দিন খান মাহী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং ইসলামী আন্দোলনের ছাত্র শাখার মো. মামুন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন, যখন স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতা তার বিরোধিতা জানায়। তারা আরও বলেন, আজকের দিনে সেই চেতনা ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।
এছাড়াও বক্তারা উল্লেখ করেন, একটি ন্যায়পরায়ণ ও ইসলামিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin