প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৯:৫২ এ.এম
মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত।
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কর্মী ও সমর্থক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. রফিক ইসলাম চৌধুরী।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এম. সালমান আহমদ সুজন এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছোটন।
এছাড়াও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মামুন হোসেনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে মধ্যনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin