প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৩:০২ পি.এম
রাণীশংকৈলে বিএনপির অঙ্গসংগঠনের বিজয় র্যালি অনুষ্ঠিত

মো: হামিম রান (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।গত কাল ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে র্যালিটি শুরু হয়ে শিবদীঘি জুলাই চত্বর ঘুরে বন্দর চৌরাস্তা হয়ে শেষ হয়।
বিজয় র্যালিতে বিএনপির অধীনস্থ বিভিন্ন অঙ্গসংগঠন—যেমন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ ৯টি ইউনিয়ন ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ধর্মগড় ইউনিয়ন থেকেও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুশৃঙ্খল এই র্যালিটি রাণীশংকৈল উপজেলায় সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আগামী দিনের কর্মসূচির কথা তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin