নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যূথানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিজয়ের দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাছননগর বক পয়েন্টে পথসভায় মিলিত হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের নেতৃত্বে জেলার ১২টি উপজেলার তৃণমূল পর্যায়ের হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন।
পথসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী, আবদুল হক, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, রেজাউল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি। তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin