প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১:০২ পি.এম
সচেতনতামূলক কর্মশালায় অতিরিক্ত পুলিশ কমিশনারঃ কেএমপি

আজ ৭ আগস্ট ২০২৫ তারিখ নগরীর খুলনা থানাধীন সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা জিলা স্কুল ও উদয়ন জিলা পুলিশ স্কুলের শিক্ষার্থীদের সাথে কেএমপি ট্রাফিক বিভাগের উদ্যোগে মানব পাচার, ট্রাফিক আইন মেনে চলা ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বর্তমান সময়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে শুধু পাঠ্যপুস্তক নয়, জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ে বাস্তব জ্ঞান থাকা জরুরি। সেই উদ্দেশ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশেষ সচেতনতামূলক সভা। সভায় শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও নিয়ম বিষয়ে বিভিন্ন স্কুলে ভিডিও প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের জীবন গঠনে নানা উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। শ্রেণী কক্ষ এবং স্কুল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। বাল্যবিবাহ এবং মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়। বাল্যবিবাহ ও মানব পাচারের বিষয়ে কোথায় কিভাবে অভিযোগ জানাতে হয়, জরুরি হেল্পলাইন নম্বর, সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ও আইনগত সহায়তা নেওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেন।
উক্ত কর্মশালায় অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হুমায়ুন কবির; খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম-সহ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও উদায়ন খুলনা জিলা পুলিশ স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin