হাফিজুর রহমান শিমুলঃ শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলার বিএনপি, জামায়াত ও কোটা সংস্কার আন্দোলনের ছাত্রনেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু'র সভাপতিত্বে তারই কার্যালয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলা এলকার দায়িত্বপ্রাপ্ত মেজর লিখন হালদার, কালিগঞ্জ সার্কেলের চৌকস অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এ সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভুমিকা রাখার প্রত্যয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওঃ আব্দুল ওয়াহাব, সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, কোটা সংস্কার আন্দোলনের উপজেলার আহবায়ক রাকিব হোসেন। এছাড়া বিএনপি নেতা শেখ আব্দুল গফুর, শেখ লুৎফর রহমান, যুবনেতা শাকিল, বাবু প্রমুখ। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর লিখন হালদার এসময়ে বলেন বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারী বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সমুহের সার্বিক নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী সদা নিয়োজিত। এক্ষেত্রে সকলের নিজ নিজ অবস্থান থেকে শান্তি রক্ষায় সহযোগিতা চাই। বৃহস্পতিবার হতে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে শান্তি রক্ষার বার্তা নিয়ে জনসাধারণের মাঝে যাবো। নিজ নিজ এলাকায় শান্তির লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। সভায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন কালিগঞ্জের মানুষ শান্তিপ্রিয় ও ভালো মনভাবাপন্ন। তারা শান্তিতে বসবাস করতে চায় এটা আমি জানি। ছাত্রদের আন্দোলনের ফসল আজকের এ অর্জন সহিংসতা আর হানাহানি করে ভিন্ন খাতে নিয়ে যাওয়া ঠিক হবেনা। এখন দেশ গঠনের জন্য সকলে এগিয়ে আসতে হবে। এ সভায় কালিগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin