প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ১১:৫৪ এ.এম
ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণে (পুরুষ)অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পাঠদানে পুলিশ সুপার,চুয়াডাঙ্গা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ (পুরুষ)-এ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পাঠদান করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পাঠদানে পুলিশ সুপার মহোদয় অঞ্চলভিত্তিক সামাজিক অপরাধের ধরন ও ব্যাপকতা, কমিউনিটি নিরাপত্তা জোরদারকরণ, ইভটিজিং বা যৌন হয়রানি প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির কার্যকর ভূমিকা ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।
তিনি বলেন, “সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণপ্রাপ্ত এই সদস্যরাই মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অন্যতম সহযোগী শক্তি।”
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব ফারুক ইসলাম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গাসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী।
এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা সমাজে নিরাপত্তা সচেতনতা ও অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin