প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ১১:৫৯ এ.এম
লালমোহন থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগণের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে ভোলা জেলার লালমোহন থানার আয়োজনে পুলিশের "ওপেন হাউজ ডে" সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
'ওপেন হাউজ ডে' তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় মাদক ও চাঁদাবাজি নির্মূলে বিভিন্ন কৌশল সম্পর্কে উপস্থিত জনসাধারণের সাথে আলোচনা করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, "এই দেশটা আমাদের, এই দেশকে আমাদেরকেই গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে সঙ্ঘবদ্ধ হতে হবে।"
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব অরিত সরকার,
সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব মোঃ সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, লালমোহন থানাসহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin