আকিবুজ্জামিন: রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকালে বাংলাদেশ সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে এক বস্তা টাকা উদ্ধার করেছে সড়ক পরিচ্ছন্ন অভিযানে নামা শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেলে উত্তরার হাউজ বিল্ডিং এলাকা থেকে টাকার বস্তাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। তবে গাড়িটি বা টাকাগুলো কার তাৎক্ষণিক তা জানা যায়নি। জানা গেছে, বিকেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহবশত গাড়িটি আটক করে শিক্ষার্থীরা। পরে গাড়ি তল্লাশি করে গাড়িতে একবস্তা টাকা পাওয়া যায়। উদ্ধারের পর টাকার বস্তাসহ গাড়িটি উত্তরা টাউন কলেজের ভেতরে নেওয়া হয়। সেখানে সেনাবাহিনীর সদস্যরা গাড়িটির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin