অনলাইন ডেস্ক :
নাটোরের সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তা পাড়া) এলাকায় চোর সন্দেহে মো. আকরাম হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার মো. ইউনুস আলীর ছেলে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিংড়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতরের খামারে চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে মিঠু গ্রাম্য সালিসে আকরামের বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে সালিসে উপস্থিত না হওয়ায় শুক্রবার বিকেলে মিঠু ও তার এক সহযোগী আকরামকে তুলে নিয়ে গিয়ে নিজের পেয়ারা বাগানে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে পুনরায় পার সিংড়া (মান্তা পাড়া) গ্রামের রাস্তায় ফেলে যায় তারা।
পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
এসবি:কাইয়ুম বাদশাহ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin