প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৪:১৩ পি.এম
মণিরামপুর থানা পুলিশের অভিযানে ০৩ জন আসামী গ্রেফতার

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবলুর রহমান খান এর নের্তৃত্বে মণিরামপুর থানা পুলিশ, রাজগঞ্জ তদন্তকেন্দ্র ও নেহালপুর পুলিশ ক্যাম্প কর্তৃক ইং-১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ এসআই/তুহিন হোসেন, এএসআই মোঃ হাফিজুর রহমান, এএসআই কামাল হোসেন সংগীয় ফোর্সসহ মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মণিরামপুর থানার মামলা নং-০৮, তাং-১১/০২/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/৪২৭/৩৮০ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইন এর ৩/৪/৬ এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ শিমুল হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয় এবং সিআর-১১৮৩/২৪ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ২। সোহেল রানা, সিআর-৯৫৮/২২ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ৩। মোঃ মেসবাহুস সাদেকীন ভুট্টো (৪৫) দের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের ইং ১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
১। নামঃ- মোঃ শিমুল হোসেন (৩৮)
পিং-আব্দুল বারেক গাজী @ বারি
সাং-মনোহরপুর
থানা-মণিরামপুর
জেলা-যশোর।
২।নামঃ- সোহেল রানা
পিং-জহিরুল ইসলাম
সাং-আটঘরা
থানা-মণিরামপুর
জেলা-যশোর।
৩। মোঃ মেসবাহুস সাদেকীন ভুট্টো (৪৫)
পিং-জিএম আফসার উদ্দিন
সাং-বালিধা
থানা-মণিরামপুর
জেলা-যশোর।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin