মধ্যনগর (সুনামগঞ্জ): জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটি ৯ই আগস্ট ২০২৫ তারিখে সুনামগঞ্জ জেলা অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির আহ্বায়ক মোঃ লুৎফুর রহমান ও সদস্য সচিব আব্দুল কুদ্দুস শিপনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ মনিরুজ্জামানকে আহ্বায়ক ও মোঃ বিদ্যা মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়া মোঃ আলমগীর হোসেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ চান্দু মিয়া, মোঃ হাবিবুর রহমান ও মোঃ সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি আগামী ৩০ দিনের মধ্যে মধ্যনগর উপজেলার সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করবে এবং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে। জেলা ও উপজেলা নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি সদস্য সংগ্রহ, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং দলের ভাবমূর্তি উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।
সভায় জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে ঐক্য, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin