প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১:৫৮ পি.এম
সিএমপি’তে সাইবার ক্রাইম সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আজ ১১ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম সংক্রান্ত ০১ (এক) দিন মেয়াদী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জীনাত সুলতানা, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ), সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। তিনি সাইবার অপরাধের আইনি দিক, তদন্ত প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির। তিনি সাইবার নিরাপত্তা বিষয়ে সবার সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin