প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১:৪৭ পি.এম
রাণীশংকৈলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

মো: হামিম রানা ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ১২ আগস্ট রোজ. মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান আলোচ্য বিষয় প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি এবং জাতীয় উন্নয়নে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ। এ সময় উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নির্বাচিত হন জনাব মোঃ ওমর ফারুক, সভাপতি, পল্লী পরিষদ ভাউলবস্তি পল্লী উন্নয়ন যুব সমিতি, ভরনিয়া, রাণীশংকৈল, ঠাকুরগাঁও। এছাড়া শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয় এলাকার আরেকজন সফল উদ্যোক্তাকে। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাফিউল মাজলুবিন রহমান। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সামাদ প্রধান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং নানা যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহযোগিতা করেন উন্নয়ন সংস্থা ইএসডিও এবং এডুকো।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, “আপনারা বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিন, শ্রেষ্ঠ যুব সংগঠক ও উদ্যোক্তাদের দেখে অনুপ্রাণিত হয়ে নিজেরা এগিয়ে আসুন। ভবিষ্যতে আপনারাও এই সম্মাননা অর্জন করতে পারবেন।”
আলোচনা সভা শেষে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের শপথ বাক্য পাঠ করা হয় এবং অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin