চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই অসিত নাথ এর সমন্বয়ে গঠিত টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ১১/০৮/২০২৫খ্রি. তারিখ চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরীঘাটস্থ ফেরীর টোলপ্লাজা সংলগ্ন কর্ণফুলী নদীর তীরবর্তী স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ০১। মোঃ শুক্কুর (৩৭), ০২। মোঃ মহিউদ্দিন (৩৭), ০৩। মোঃ মনির (৪২), ০৪। মোঃ সোহেল (২৫), ০৫। মোঃ মঞ্জুর (৩০) দের গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ক) ০১ (এক) টি বালুভর্তি ট্রলার, যার মধ্যে ৪০০ (চারশত) ফুট বালু, খ) ০১ (এক) টি বালুভর্তি ট্রলার, যার মধ্যে ২০০ (দুইশত) ফুট বালু, গ) ০২ (দুই) টি বালু তোলার বেলচা, ঘ) ০৩ (তিন) বালুর তোলার ঝুড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১২, তাং-১২/০৮/২০২৫ইং, ধারা- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) রুজু করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin