কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগ ও পদত্যাগ করায় দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে উপজেলার বাঁশতলা বাজারের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় শতশত জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বিএনপিসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওঃ রওশান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামাতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, মাস্টার সালাউদ্দিন, মাওঃ মোমেন বিএনপি নেতা নুরজামান পাড় ও মোতাহার হোসেন প্রমুখ। এসময় বক্তারা যাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। এছাড়া উপজেলার সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ টিম গঠন করেছে। তাদের যাতে কোন ক্ষতি না হয় সে বিষয়ে দায়িত্বশীলদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।শেষে দোয়া ও শুকরিয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin