প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ১১:৪২ এ.এম
রংপুরের পীরগাছা থানার অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালাম মিয়া গ্রেফতার

স্টাফ রিপোটার:পীরগাছা থানার মামলা নং-১৮, তারিখ-১০/০৭/২০২৫খ্রিঃ, জিআর-২১৫, ধারা-৩৭৯ পেনাল কোড একটি মোটরসাইকেল চুরির মামলা। তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সফিকুল ইসলাম আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে গত ১৩/০৮/২০২৫ তারিখ রংপুর মেডিকেল কলেজের গেইটের সামনে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতা মোঃ কালাম মিয়াকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে সহযোগী চোর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ইউপি’র চন্দ্রখানা গ্রামের আশরাফুল আলম(৪৮)এর বসতবাড়িতে ফুলবাড়ী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাই মোটরসাইকেলের পরিবর্তন পরিবর্ধনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সহযোগী আশরাফুল আলম(৪৮) পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সিডিএমএস পর্যালোচনায় মোটরসাইকেল চোরের মহাজন মোঃ কালাম মিয়া(৪৫) পিতা-মৃত দুলা মিয়া, স্থায়ী সাং-ল্যাংগা বাজার (দুলার ভিটা), থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা এর বিরুদ্ধে ৩৯টি চুরির মামলা পাওয়া যায়। অপর পলাতক আসামী মোঃ আশরাফুল আলম(৪৮) পিতা-আফজালুল হক, সাং-চন্দ্রখানা, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম এর বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা পাওয়া যায়। সন্দিগ্ধ আসামী মোঃ কালাম মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়। মামলাটির তদন্তসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযান অব্যাহত আছে। তদন্ত শেষে অনতিবিলম্বে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin