নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো সুযোগ নেই। অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।
শুক্রবার দুপুরে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দির কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছে। পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, সেনাবাহিনীর সদস্য নিয়োগের প্রস্তুতিও চলছে। সরকারের প্রত্যাশা—নির্ধারিত তারিখে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, “আমরা আশা করি নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং আমরা আমাদের পুরোনো ঠিকানায় ফিরে যাব।”
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, শ্রী শ্রী অদ্বৈত ধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin