আলী আহসান রবি:গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
গ্রেফতারকৃতরা হলো- ১। গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার ২নং পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাওন (৪৮) ২। ঢাকা হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩) ৩। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রাসেল হাওলাদার (৪৩) ৪। তেজগাঁও থানা ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১) ৫। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ৬। সাতক্ষীরা জেলার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: শাহনেওয়াজ (৪৭) ।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫ ) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকায় মোঃ শফিকুল ইসলামকে ওয়ারি থানাধীন ফোল্ডার স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে শেখ কবির উদ্দিনকে একই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকায় মগবাজার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ । রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় অপর এক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে মো: রাসেল হাওলাদারকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।
অপরদিকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় আরেক অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে রাশেদুল হোসেন ওরফে বুলবুলকে গ্রেফতার করে ডিবি সাইবার টিম। একই দিন রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় অপর এক অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে বাবুকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগ।
ডিবি সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট ২০২৫ ) সকাল আনুমানিক ১১.৪৫ ঘটিকায় অপর এক অভিযানে মো: শাহনেওয়াজকে রাজধানীর উত্তরা ১৮ নং সেক্টর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin