নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সংঘটিত এ ঘটনায় দুজন নিহত ও অন্তত কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই আব্দুল মতিন ও আকবর।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত আব্দুল মতিন ও আকবরকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সংঘর্ষে আহত আরও কয়েকজনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শান্তি বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin