হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখা, সাতক্ষীরার আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মাহবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট-২৫) বেলা ১২ টায় কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শোভাযাত্রার শুরুতে শঙ্খ ধ্বনি, উলুধ্বনি, নাম সংকীর্তন ও ব্যান্ড বাদ্য করতাল বাজিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক দক্ষিণ প্রদক্ষিণ করে।
পরে কালিগঞ্জ ফুলতলা মোড় সংলগ্ন বিশাল প্যান্ডেলে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক মিলন কুমার সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা: শহিদুল আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইন চার্জ মোঃ হাফিজুর রহমান, ধর্মীয় আলোচনা করেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি নলতা কালীমাতা মন্দির এর পুরোহিত সঞ্জয় চক্রবর্তী, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা বিএনপি'র কমিটির সদস্য বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ পুজা উদযাপন পরিষদের সহ- সভাপতি কৃষ্ণপদ সরকার, সহ-সভাপতি রনজিত সরকার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন, কুশুলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার রামপ্রসাদ কৃষ্ণনগর পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার, ধলবাড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘরামি প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বারোটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সেক্রেটারি সহ কৃষ্ণ ভক্তবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষিকা কলিকা সরকার ভজন সংগীত পরিবেশন করেন কানন বালা ও রুদ্রনীল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব ডাক্তার মিলন কুমার ঘোষ ও কমিটির সদস্য রণজিৎ সরকার অনুষ্ঠানে অতিথিদের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ব্যাস পড়িয়ে দেওয়া হয়। ধর্মীয় আলোচনা শেষে উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin