আলী আহসান রবি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিকেল শিল্প পার্কে ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জমি রেজিষ্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইডিসিএলের গোপালগঞ্জ প্লান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট এখানে আনা হবে। এজন্য ৪০ একর জায়গা সংস্থান করা হয়েছে। এসময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন এন্টি ভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন। এটি সামগ্রিক বিবেচনায় লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এসময় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামাদ মৃধাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin