প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ২:০৭ পি.এম
ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

গাজার মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই প্রধান শিকার।"
রবিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।
"বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য একটি দুর্দান্ত সহায়তা করেছে। অনেক বাংলাদেশী মানুষ খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে যে এই সাহায্য বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ," তিনি বলেন।
রাষ্ট্রদূত রমজান ইসরায়েলি প্রধানমন্ত্রীর 'বৃহত্তর ইসরায়েল' মানচিত্র ঘোষণার নিন্দা জানাতে অন্যান্য মুসলিম দেশগুলিতে যোগদানের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশ কর্তৃপক্ষকে বাংলাদেশে আরও ফিলিস্তিনি পণ্য আমদানি করার কথা বিবেচনা করার অনুরোধ করেন।
রাষ্ট্রদূত রমজান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও তার সমর্থন প্রকাশ করেন এবং এর সর্বাত্মক সাফল্য কামনা করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের জনগণ আপনার সাথে আছে। সরকার তাদের সমর্থন অব্যাহত রাখবে,” তিনি বলেন।
তিনি আগামী দিনে আরও দেশ কর্তৃক ফিলিস্তিনকে স্বীকৃতি এবং একটি কার্যকর দ্বি-রাষ্ট্রীয় সমাধানের চূড়ান্ত লক্ষ্য অর্জনের আশাও ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin