সালমান আহম্মেদ, কেন্দুয়া (নেত্রকোনা), প্রতিনিধি: আজ ১৬ (আগস্ট), ১৯৮১। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গর্ব, প্রখ্যাত সাংবাদিক ও কবি মোহাম্মদ সালাউদ্দিন সালাম। জীবনের পথে সততা, নীতি ও আদর্শকে সঙ্গী করে তিনি হয়ে উঠেছেন একজন সত্যিকারের কলম যোদ্ধা।
গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা মোহাম্মদ সালাউদ্দিন সালাম শৈশব থেকেই ছিলেন কৌতূহলী ও জ্ঞানপিপাসু। সত্যকে জানার আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস তাকে আলাদা পরিচিতি এনে দেয়। কৈশোর থেকেই তার হাতে কলম ছিল মানুষের কথা বলার একমাত্র ভরসা।
সাংবাদিকতা তার কাছে ছিল শুধু পেশা নয়, দায়িত্ব ও দায়বদ্ধতা। তিনি লিখেছেন গ্রামীণ সমাজের সমস্যা, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, বঞ্চিতদের অধিকারের কথা। কঠিন সময়েও সত্য প্রকাশে আপসহীন থেকেছেন।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক সালাউদ্দিন সালামের জীবন শুধুই সহজ সরল ছিল না।
অনেক প্রতিকূলতা, হুমকি, আর্থিক সীমাবদ্ধতা ও রাজনৈতিক চাপে থেকেও তিনি কলম থামাননি। কখনো শক্তিশালী মহলের অন্যায় প্রকাশ করেছেন, কখনো নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন।
তার কলম সবসময় নিরপেক্ষ থেকেছে—যা অনেক সময় তার জন্য ঝুঁকি বয়ে এনেছে, কিন্তু তিনি পিছু হটেননি।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কবি। জীবনের নানা অভিজ্ঞতা, দুঃখ-বেদনা, সমাজের বৈষম্য এবং ভালোবাসার কথা তার কবিতায় উঠে আসে। তার লেখায় মিশে থাকে বাস্তবতা, প্রতিবাদ ও মানবিকতার আহ্বান।
সহকর্মী সাংবাদিকরা বলেন—
"সালাম ভাই ছিলেন আমাদের জন্য প্রেরণার প্রতীক। সততার সাথে সাংবাদিকতা করা কতটা কঠিন, তা তিনি নিজের জীবনের উদাহরণ দিয়ে দেখিয়েছেন।"
স্থানীয় রাজনীতিতেও তার অবদান কম নয়। সাধারণ মানুষের আস্থা অর্জন করে তিনি নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার জন্মদিন উপলক্ষে কেন্দুয়া উপজেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দৈনিক আজকের আলোকিত সকাল পরিবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
তারা কামনা করেছেন—
সততা ও নীতির প্রতীক মোহাম্মদ সালাউদ্দিন সালাম দীর্ঘজীবী হোন, সুস্থ থাকুন এবং কলমকে হাতে নিয়ে সত্য ও ন্যায়ের সংগ্রামে এগিয়ে যান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin