অনলাইন ডেক্স: নাটোরের নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম পুলিশ সুপার, নাটোর, ও বিশেষ অতিথি হিসেবে ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন, সিভিল সার্জন নাটোর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ আবুল হায়াত, জনাব মোঃ রবিউল হক, নির্বাহী কর্মকর্তা নাটোর পৌরসভা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার, নাটোর বলেন, ব্যবসায়ীরা সততার মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে সাধারণ মানুষের উপকারের পাশাপাশি ধর্মীয় হকও আদায় করা হয়। তিনি নাটোরের ব্যবসায়ী সমাজকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার ব্যবসায়ীদের সমাজের ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। এ সময় নাটোর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীগণ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি পুলিশ সুপার নাটোর, অন্যান্য অতিথিদেরকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin