মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর সুনামগঞ্জ: ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ সীমান্তে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহিষখলা সীমান্তের মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)পুলিশ ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিজিবির পক্ষ থেকে লাশটি কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মেঘালয়ের স্থানীয়দের মারধরের ঘটনায় আকরাম হোসেনের মৃত্যু হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin