নিউজ ডেক্স : ১৭ আগস্ট ২০২৫ খ্রি. নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ মেধাবী সন্তানদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ পক্ষে “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৩” প্রদান করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম । এ সময় পুলিশ সুপার কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জনকৃত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানান।
পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পুলিশে চাকরি করে আপনারা আপনাদের সন্তানগুলোকে যেভাবে যত্ন করেছেন, দেখাশুনা করেছেন, স্কুলে পাঠিয়েছেন এবং তারা কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্ত, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নওগাঁ জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ০৫ (পাঁচ) জন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ০৩ (তিন) জনসহ মোট ০৮ (আট) জন মেধাবৃত্তি পেয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin