নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি, রাজধানী টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি এম আর সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. হাসান চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক জনতা প্রতিনিধি মো. আফতাব উদ্দিন, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারি প্রমুখ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা, আইনজীবী, শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিহত সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করতে হবে—এ দাবি এখন দেশের সব সাংবাদিকের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ওপর হামলা মানে সত্য ও ন্যায়কে পরাভূত করে গণতন্ত্রকে স্তব্ধ করা। তুহিন হত্যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin