মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় আইয়ান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিঁপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ূন মিয়ার ছেলে। সেদিন রাত আটটার দিকে পরিবারের প্রায় ১০-১২ জন সদস্য একটি ছাউনি দেওয়া নৌকায় করে বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে পিঁপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
পাশে থাকা লোকজনের সহায়তায় সবাইকে উদ্ধার করা হলেও শিশু আইয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin