অনলাইন ডেক্স : আজ ১৯ আগস্ট ২০২৫ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় কেএমপি'র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেএমপিতে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের সন্তান ২০২৩ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নির্বাচিত ৩৪ জন শিক্ষার্থীদেরকে আলোচ্য শিক্ষাবৃত্তি সনদপত্র, শুভেচ্ছা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি পুলিশ কমিশনার বলেন, আমাদের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, পাশাপাশি সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা। আজকের এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান তারই অংশ। আমাদের সন্তানেরা দেশের অমূল্য সম্পদ। তাদের মেধা ও প্রতিভাকে লালন করার দায়িত্ব আমাদের সবার। এই মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও অনুপ্রাণিত হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অবদান রাখবে।
আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং পরিবারকে সুশিক্ষার সুতিকাগার হিসেবে গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদেরকে সন্তানদের সৎ চরিত্রবান করে গড়ে তুলতে এবং মানবিক দিকগুলো গঠনের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন। সন্তান কখন কার সাথে মিশে সেদিকে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান। সন্তানেরা যেন মাদকাসক্ত না হয় এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে। সন্তানদের সুষ্ঠু মানসিক বিকাশে অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শিক্ষা দিয়েই শিক্ষকের দায়িত্ব পালন শেষ মনে করলে হবে না তাদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। পরিবারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানেরা যেন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে জুয়া এবং পর্ণোগ্রাফিতে আসক্ত না হয়। তিনি বলেন, আজ যেসব শিক্ষার্থী মেধাবৃত্তি পাচ্ছে তারা আগামীতে দেশের সুনাগরিক হয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin