নিউজ ডেক্স: নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত মাঠ পরীক্ষার পুরো কার্যক্রমকে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়। নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ শহীদ আতাহার হোসেনসহ নিয়োগ কমিটির সদস্যদের পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় সশরীরে উপস্থিত থেকে মাঠ পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিরাপত্তা কার্যক্রমে নেতৃত্ব দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। বাংলাদেশ সেনাবাহিনীর টহল ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরাপত্তা সমুন্নত রাখার কাজে সহযোগিতা করেন।
স্বচ্ছ, সুন্দর ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে। কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, আজকের মাঠ পরীক্ষার ফলাফল আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin