ডেস্ক রিপোর্ট : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বিরাট ভট্ট গ্রামে জমি সংক্রান্ত বিরোধ আবারও উত্তেজনার রূপ নিয়েছে। শুক্রবারের ঘটনায় সাঁওতাল নারী শ্যামবালা হেমব্রম (৪৫) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে।
শ্যামবালা বলেন, “আমরা আমাদের জমিতে ধানের চারা রোপণ করতে গেলে হঠাৎ চেয়ারম্যান ও তার ভাই, মেজবাউল ইসলাম উপস্থিত হয়ে আমাদের মারধর করে। এতে আমি, আমার ছেলে বিশ্বনাথ সরেন (২৫) ও নাতি জয়ন্ত হাসদা (১৯) আহত হই। বিশ্বনাথ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, আর আমরা দুজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি।”
তিনি আরও জানিয়েছেন, “আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে লড়াই চালাচ্ছে। চেয়ারম্যানের বাবা হাকিম মণ্ডল ও ছেলে জাল দলিল ব্যবহার করে আমাদের ৩ একর জমি দখল করেছিলেন। ২০২৩ সালের আদালতের রায়ে জাল দলিল প্রমাণিত হলেও চলতি বছরের ধান চাষের সময় আমাদের বাধা দেওয়া হয়।”
চেয়ারম্যান রফিকুল ইসলাম দাবি করেছেন, “আমাদের কাছে জমির বৈধ কাগজপত্র আছে। বাবা থেকে আমরা প্রায় ৩৫ বছর ধরে জমি চাষাবাদ করে আসছি। শুক্রবার সাঁওতালরা আমাদের জমিতে ঢুকলে বাধা দিয়েছি। এতে আমার ছোট ভাই শফিকুল ইসলাম আহত হয়েছেন।”
গোবিন্দগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, “রাজাবিরাট আদিবাসী গ্রামের সাঁওতালদের প্রায় ২৫০ বিঘা জমি স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দখল হয়েছে। এসব এখনও উদ্ধার হয়নি। এ ধরনের ঘটনা শুধু এক পরিবারের নয়, বরং আদিবাসী সম্প্রদায়ের জমি অধিকারকে নস্যাৎ করার অংশ।”
উল্লেখ্য, চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে চলতি বছরের ৩ জানুয়ারি সাঁওতাল ফিলিমোনা হাসদাকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
ওসি বুলবুল ইসলাম জানান, “সাঁওতালদের ওপর হামলার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি শুধুমাত্র ব্যক্তিগত ঝগড়া নয়; এটি আদিবাসী সম্প্রদায়ের জমি অধিকার রক্ষার লড়াই এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবের ছায়ার প্রতিফলন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin