নিউজ ডেস্ক : অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ দুটি ভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পাইপলাইন অপসারণ এবং জরিমানা আদায় করা হয়, যার ফলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।
গজারিয়া, মুন্সিগঞ্জ:
তিতাসের জোবিঅ-মেঘনাঘাট শাখা মুন্সিগঞ্জের জামালদি, গজারিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১টি মার্বেল ফ্যাক্টরি, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট এবং ১টি বেকারি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রায় ৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং মোট ৬১৫ ঘনফুট/ঘন্টা লোড বিচ্ছিন্ন করা হয়। এই অপরাধে ১,১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। অভিযানে মাসিক প্রায় ২,৮২,২৮৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ২,৪০,০০০ টাকা।
গাজীপুর, জয়দেবপুর:
একই দিনে, তিতাসের জোবিঅ-জয়দেবপুর শাখা গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এই অভিযানে আবাসিক শ্রেণির প্রায় ৭০টি অবৈধ দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আনুমানিক ৩০০ ফুট পিভিসি পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং মোট ১,৪৭০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়। এই অভিযান থেকে মাসিক প্রায় ৭৫,৬০০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে আশা করা যাচ্ছে।
এই অভিযানগুলো অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের প্রতিফলন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin