প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৪, ৬:১৫ পি.এম
ইবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
ইবি প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিবাদের প্রতি বিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে 'রেজিস্ট্যান্স উইক' এর কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে পাশ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে। সেসময় শিক্ষার্থীরা, " ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, স্বৈরাচারীর ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না"-ইত্যাদি স্লোগান দেয়।
পরে বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শেখপাড়া বাজার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসে। পরে সেখানেই এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সাদিয়া মিম ও আব্দুল্লাহ আল নোমান।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, 'যড়যন্ত্রকারীরা ১৫ আগস্টে টার্গেট নিয়ে দেশেকে ও বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে করতে চাই। এ বিজয় শুধু ছাত্রদের নই। এ বিজয় ছাত্র জনতার। এখনো পরাজিত শক্তিরা নতুন স্বাধীনতাকে ধূলিসাৎ করার পায়তারা করছে। আমাদের লড়াই সংগ্রাম এখনও থেমে যায়নি। এ লড়াই চলবে।'
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin