প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৬:৫৯ পি.এম
যশোর জেলায় কনস্টেবল পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেক্স: আজ যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি জনাব রওনক জাহানের সভাপতিত্বে পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া শেষ হয়।
দিনের শুরুতেই পুলিশ লাইন্স মেইন গেইটের সামনে উপস্থিত সকল প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ব্রিফিং করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া হবে প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সুতরাং কোন দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করবেন না।
এছাড়াও তিনি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া অনুষ্ঠানে কিছুক্ষণ পর-পর উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin