প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৭:০৬ পি.এম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১১জনকে পুরস্কার প্রদান

নিউজ ডেক্স: চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা'র সভাপতিত্বে আজ ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় আগস্ট/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশে দামুড়হুদা সার্কেল হিসাবে সদ্য যোগদানকৃত সহকারি পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান কে অত্র জেলায় যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ। অত্র জেলা হতে অবসর উত্তর ছুটি (পিআরএল) গমণকারী জনাব মোঃ শহিদুল ইসলাম, প্রধান সহকারী পুলিশ অফিস, চুয়াডাঙ্গা পেশাদারিত্বের সাথে চাকুরিকাল শেষ করে অবসর গ্রহণ করায় পুলিশ সুপার মহোদয় উপহার ও শুভেচ্ছা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। ভালকাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে (জুন-জুলাই) শ্রেষ্ঠত্ব অর্জন করায় সর্বমোট ১১(এগারো) জন পুলিশ সদস্যদের পুলিশ সুপার মহোদয় নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গা; জনাব তাজরিনা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin