নারায়ণগঞ্জ প্রতিনিধি : মাদক ব্যাবসায় আধিপত্য ও বিরোধকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজন গত ১২/০১/২০২৬ খ্রিঃ রাত্র অনুমান ০৭.৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন নিউ চাষাড়াস্থ ইসদাইর বাজার রোডের জনৈক মুন্সির খুশবু হোটেলের সামনে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, ছোরা, চাকু ইত্যাদি দিয়ে রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) নামক এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্থানীয় লোকজন রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫)কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লিখিত ঘটনায় মৃতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জন এজাহারনামীয় এবং ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নামে এজাহার দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ফতুল্লা থানা পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেন।
কিন্তু মামলাটির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয় উক্ত হত্যা মামলাটি অফিসার ইনচার্জ, ডিবি, নারায়ণগঞ্জ বরাবর হস্তান্তর করেন। জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ মামলাটি প্রাপ্ত হয়ে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় এর দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেন এর তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মাহবুব আলম অফিসার ইনচার্জ, ডিবি এর নেতৃত্বে এসআই/ রুবেল মিয়া, এসআই/ মিঠুন দত্ত, এসআই/ সোহেল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে অত্র হত্যা মামলার ঘটনার সাথে জড়িত ০৪(চার) জন মূল আসামিকে নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নাম-ঠিকানা :
১। শরিফ(১৮), পিতা- জালাল সিকদার, সাং- কেন্দুয়া তালুকদারবাড়ি, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর, এ/পি সাং- পূর্ব ইসদাইর, বায়ান্ন বাড়ী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২। রুহুল আমিন(৩৫), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, সাং- চাষাড়া রেল গেইট,থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩। মো: আলী(৪৮), পিতা- মোশাররফ পেদা, সাং- ইসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৪। সজিব(২৪), পিতা- জিয়া, সাং- পূর্ব ইসদাইর বুড়ির দোকান, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
উল্লিখিত গ্রেফতারকৃত আসামি শরিফকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালতে নিজেকে ঘটনার সাথে জড়িয়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং অন্যান্য আসামিদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin