নিজস্ব প্রতিনিধি , কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান (৩৮) হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মামলার মূল আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা মিডিয়া সেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
পুলিশ জানায়, নূর জামান প্রতিদিনের মতো গত ১৯ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু ২০ আগস্ট ভোর রাতে চিরাং ইউনিয়নের দুল্লী ব্রিজ এলাকায় তার সিএনজি অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অটোরিকশার বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখে সন্দেহ হলে পুলিশ আশপাশে তল্লাশি চালায়। পরে দুল্লী ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি পুকুর থেকে কচুরি পানার নিচে নূর জামানের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ শিরিন আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১৫, তারিখ: ২০/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তভার পান এসআই মোঃ আঃ জলিল।
মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট বিকাল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মামলার সন্দেহভাজন আসামি অলি মিয়া (৩০), পিতা- আঃ রাজ্জাক, সাং- রাঘবপুর, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা-কে গ্রেফতার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসা শেষে থানায় ফিরিয়ে আনা হয়।
এসময় হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অলি মিয়া অপরাপর সহযোগীদের সহায়তায় এ হত্যাকাণ্ড ঘটায়। আদালতে হাজির করা হলে ধৃত আসামি ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
ওসি মিজানুর রহমান জানান, দ্রুতই মামলার অন্যান্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin