অনলাইন ডেস্ক : নওগাঁ, ২১ আগস্ট ২০২৫ : নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া ৮০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, চুরি বা হারানো গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জিডি করতে হবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসবি: কাইয়ুম বাদশাহ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin