নিজস্ব প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা): নেত্রকোণার কেন্দুয়ায় মাদক ও দেহ ব্যবসা জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামে প্রথমে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরে সাড়ে ১১টার দিকে ২নং ওয়ার্ডের আনন্দবাজার মোড় থেকে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন— ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় মাদক ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী রাতে ওঁৎ পেতে তাদের হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন। তবে অভিযুক্ত মৃত ইউসুফের ছেলে রবি মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু জানান, “এরা দীর্ঘদিন ধরে যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, মাদক ও দেহ ব্যবসার অভিযোগে আটককৃত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin