জেলা প্রতিনিধি : ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ) সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং অসুবিধার কথা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তিনি তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। যে সকল বিষয়গুলো তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়নি, সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে সমাধানের আশ্বাস প্রদান করেন।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং অত্যন্ত পেশাদারিত্ব ও সজাগ থেকে দায়িত্ব পালনের লক্ষে পুলিশ সুপার মহোদয় সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা জেলার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডি আই ও-১, তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণসহ ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin