কুষ্টিয়ায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ জুন-২০২৫ এর মাঠ পর্যায়ের (৩য় দিনের) কার্যক্রম সম্পন্ন।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম অদ্য ২২ আগস্ট ২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে শুরু হয়। Physical Endurance টেস্ট (PET) এর ৩য় দিনের ১ম ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ২য় ইভেন্ট ড্র্যাগিং, ৩য় ইভেন্ট রোপ ক্লাইম্বিং সম্পন্ন হয়। এরপর তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফেইজ ডিটেকশন সম্পন্ন করা হয়।
জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা বা তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
উক্ত নিয়োগ ডিউটিতে আরো উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, মেডিকেল অফিসার ও কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin