অনলাইন ডেক্স: আজ রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে রংপুর জেলার প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং ২য় দিনের ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় বাছাইকৃত প্রার্থীদের পুরুষ ১৬০০ মিটার, নারী ১০০০ মিটারের দৌড়, টায়ার ড্রাগিং, রোপ ক্লাইম্বিং পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
উক্ত যাচাইকরণে দিক নির্দেশনা প্রদান করেছেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর পুলিশ হেডকোয়াটার্স থেকে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর রেঞ্জ অফিস থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জের অপর জেলা হতে আগত একজন অতিরিক্ত পুলিশ সুপারগন। সেই সাথে রংপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে যাচাইকরণ ইভেন্টগুলো সুসম্পন্ন হয়।
Physical Endurance Test এ কৃতকার্য প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫খ্রি. লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের এবং পরীক্ষার ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পুলিশ সুপার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin