মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) সুপারিশে নতুন করে আটজন শিক্ষক নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সাতজন রবিবার যোগদান করেছেন। জীববিজ্ঞানের একজন শিক্ষক সোমবার যোগ দেবেন বলে জানা গেছে।
যে সাতজন শিক্ষক যোগ দিয়েছেন—বাংলা বিষয়ে মোঃ হাসিবুর রহমান হিমেল, গণিতে মোঃ সাজ্জাদ হোসেন, ইংরেজিতে মোঃ শহীদ আফ্রিদি, ইসলাম ধর্মে মোঃ কামরুল হাসান, হিন্দুধর্মে রাজীব সরকার, কৃষি শিক্ষায় মরিয়ম আক্তার এবং ব্যবসায় শিক্ষায় মোঃ সজিব রায়হান।
অধ্যক্ষ মোঃ শাহীন উদ্দিন জানান, নতুন শিক্ষক আসায় শিক্ষার্থীরা মানসম্মত পাঠদান পাবে এবং একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে।
স্থানীয় অভিভাবকেরা এ নিয়োগকে শিক্ষার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin